বিভিন্ন ধরনের অপরাধের ন্যায় বিচার করাই চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট এর লক্ষ্য। এখানে বিভিন্নভাবে অপরাধের শিকার ব্যাক্তিরা ফৌজদারি মামলার মাধ্যমে বিচার প্রার্থী হন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত ও তাহার অধীনস্থ অন্যান্য আদালত ফৌজদারি কার্যবিধি অনুসরন করে মামলার কার্যক্রম পরিচালনা করেন। সেবা প্রার্থী মানুষ দরখাস্তের মাধ্যমে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও তাহার অধীনস্থ অন্যান্য আদালতে অভিযোগ করেন।
এইখানে রয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা, সিলেট জেলা কমিটি। গরীব, অসহায় ও সহায়সম্বলহীন ব্যাক্তিগণকে আইনগত সহায়তা প্রদান করা হয়। অফিস চলাকালীন সময়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ভবনে অবস্থিত সিলেট জেলা কমিটির নির্দিষ্ট ফরম পূরণ করে এই সেবা পাওয়া যায়। নিম্নলিখিত ঠিকানায় দরখাস্তের ফরম পাওয়া যায়ঃ
(ক) জেলা জজ কোর্ট ভবন, সিলেট।
(খ) সকল দেওয়ানী ও ফৌজদারী আদালত ভবন।
(গ) জেলা প্রশাসকের কার্যালয়।
(ঘ) পুলিশ সুপারের কার্যালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস